সফলতার সিঁড়িতে ইউটিউবার পিয়াস
ইউটিউব থেকে ইনকাম এখন নেটিজেনদের টার্গেট। আছে আরও সব সোস্যাল মিডিয়া। তবে, টার্গেট থাকলেই হবে না, দরকার অধ্যাবসায়। এমনই এক অধ্যাবসায়ী নূর মোহাম্মদ শাওন পিয়াস। এজন্যই তিনি হয়ে উঠেছেন সফল ইউটিউবার।
বিশ বছর বয়সী এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিবারের চ্যানেলের নাম NMS Piyas। ২০০৩ সালের ১ সেপ্টেম্বরে পলাশবাড়ীর গাইবান্ধায় জন্ম তার। ২০১৮ সালে ইউটিউবার হিসেবে তার আত্মপ্রকাশ।
পিয়াস জানান, শুরুতে সামাজিক সচেতনতা এবং কমেডি সম্পর্কে ভিডিও পোস্ট করতে শুরু করেন। তিনি তার কাজের মাধ্যমে প্রচুর খ্যাতি অর্জন করেন। এখন ইউটিউবে তার ফলোয়ার ৯ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। দিনদিন বাড়ছে তার দর্শক সংখ্যা।
পিয়াস জানান, তার পক্ষে এতদূর আসা সহজ ছিল না। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছে তার অনেক আগের। সেই অনুযায়ী কাজ শুরু করেন। এই কাজে মানুষের বাজে মন্তব্য ও উপহাস সহ্য করতে হয়েছে তাকে। সেগুলো উপেক্ষা করতে হয়েছে স্বাভাবিক মেনেই।
‘পিয়াসের প্রথম ভিডিও’ শিরোনামে একটি ভিডিও আপলোড করার মাধ্যমে শুরু ইউটিউবে যাত্রা। ২০১৯-এর মার্চ থেকে নিয়মিত আপলোড করতে থাকেন ভিডিও।
এ ছাড়া পিয়াস এখন তার ফেসবুক ফ্যান পেজে তার ভিডিও আপলোড করছেন। এতেও লাইক-কমেন্ট নিতান্তই কম না। তিন লাখ ৮৪ হাজার লাইক জেমছে তার ঝুলিতে, আছে তিন লাখ নব্বই হাজার ফলোয়ার।
ইউটিউবার হিসেবে তাঁর পরামর্শ, ‘কেউ ইউটিউবার হতে চাইলে অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে, ভাল কন্টেন্ট বানাতে হবে এবং নিয়মিত নিয়ম করে ভিডিও আপলোড করতে হবে। ভিউ কম হলে মন খারাপ করা যাবে না।’