শান্ত-জয়ের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ
২০১৯ সালে আফগানদের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে হার সঙ্গী হয় বাংলাদেশের। আগের সাক্ষাতের ফলাফলের গুরুত্বের বিচারে পরের সাক্ষাৎটি অনেক সময়ই অনেক দলের জন্য প্রতিশোধের মিশন হয়ে ওঠে। সেই লক্ষ্যে দীর্ঘ ৪ বছর পর মিরপুর টেস্টে শুরুতে জাকির হাসানের উইকেট হারিয়ে হোঁচট খেলেও নাজমুল হোসেন শান্ত-জাকির হাসানে ব্যাটে প্রতিরোধ গড়েছে বাংলাদেশ।
আজ বুধবার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় প্রথম ওভারে কিছুটা দেখেশুনে খেললেও দ্বিতীয় ওভারেই নিজাত মাসুদের প্রথম বলেই উইকেটের পেছনে জাজাইয়ের হাতে ক্যাচ তুলে দেন জাকির। ২ বল থেকে ১ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। তার বিদায়ের পর দেখেশুনে খেলছেন দুই ব্যাটার জয়-শান্ত।
আফগানদের টেস্ট ক্রিকেটে প্রথম জয় এসেছিল বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে। চার বছর আগে বাংলাদেশকে হারিয়ে বিজয়ের কেতন উড়ায় রশিদ খানরা। সেই সুখস্মৃতি এখনও তরতাজা আফগানদের হৃদয়ে। সেই জয় থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন অতিথিরা। দুই দলের সর্বশেষ মুখোমুখি হয়েছিল চার বছর আগে। লম্বা সময় পর সাদা বলের ক্রিকেটে খেলতে নেমে স্বাগতিকরা অতিথিদের একটু চমকেই দিয়েছে।
হোম সিরিজ মানেই বাংলাদেশের স্পিন ট্র্যাক। কিন্তু এবার সবুজ ঘাসের উইকেট বানিয়েছে বাংলাদেশ, যা রীতিমত বিস্ময়কর। বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে বুধবার লিটনের পথ চলা শুরু হলো। কেবল সাকিব আল হাসানেরই অধিনায়কত্বের অভিষেকে জয়ের রেকর্ড আছে। লিটন কি সেই রেকর্ডবুকে নাম তুলতে পারবেন?