প্রথম সেশনে বল হাতে বাংলাদেশের স্বস্তি
ব্যাট হাতে আজকের শুরুটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। যেখানে সবাই অপেক্ষায় ছিল বড় সংগ্রহের, সেখানে আগের দিনের ৩৬২ রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। পেস বিষে একাই ধসিয়ে দেন নিজাত মাসুদ। ৩৮২ রানে আলআউট হয়ে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
তবে বল হাতে নিজেদের ফিরে পেয়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ব্যাটিংয়ের হতাশা কাটিয়ে তুলে নিল আফগানিস্তানের তিন উইকেট। প্রথম সেশন শেষে তিন উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৩৫ রান।
সবুজ উইকেট। ঘাসের পিচ। বলে গতি ও বাউন্স থাকাটা স্বাভাবিক। এমন পিচ পেসারদের জন্যই। নিজাতের বোলিংয়ের জবাব শুরুতেই দিল বাংলাদেশি পেসাররা। ষষ্ঠ ওভারে ইনিংসের প্রথম সাফল্য পায় বাংলাদেশ। আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে (৬) উইকেটের পেছনে অধিনায়ক লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম।
পরের ওভারে ইবাদত হোসেনের বল কাট করেন আবদুল মালিক (১৭)। স্লিপে থাকা জাকির হাসান সামনে ডাইভ দিয়ে লুফে নেন ক্যাচ। বাংলাদেশ পায় দ্বিতীয় উইকেটের দেখা। নবম ওভারে ইবাদতের বলে স্লিপের ফাঁক গলে দুটো বল ছুটে যায়।
তবে, তৃতীয় সাফল্যটাও এনে দিলেন ইবাদত। ইবাদতের ডেলিভারিতে ব্যাট বলের মেলবন্ধন ঘটেনি রহমত শাহর। ব্যাটের মাঝখানে লেগে বল উপরে উঠে যায়। সহজ ক্যাচ তালুবন্দি করেন তাসকিন আহমেদ।