অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন যারা
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে শোভা পাচ্ছে তিন তারকা। প্রথমবারের মতো দেশের বাইরে সেই জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রীতি এই ম্যাচটিতে শুরুর যে একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, জেনে নিন এক নজরে।
অস্ট্রেলিয়াকে সমীহ না করে পারছে না আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘আমরা ভালো করছি। এটা দারুণ ম্যাচ। একটি ভালো প্রতিপক্ষের সঙ্গে খেলা চমৎকার। লম্বা ভ্রমণ করেছি, কিছু ইনজুরিও আছে, তবে আমরা প্রস্তুত। ভালো ভাবমূর্তি ধরে রাখতে ও দলের উপভোগ্য সময় অব্যাহত রাখতে আমরা এই ম্যাচ খেলতে মুখিয়ে।’ সব প্রতিযোগিতা মিলিয়ে চারবারের দেখায় সবগুলো জিতেছে আর্জেন্টিনা। একই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারবে নাকি অস্ট্রেলিয়া চমকে দেবে, সেটাই দেখার অপেক্ষা!
কাতার বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পথে শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল লিওনেল মেসির দল। বেইজিংয়েও আজ তাদের আটকাতে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটা ঘিরে আর্জেন্টাইন, বিশেষ করে মেসি ভক্তদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়েছে। গ্যালারির সর্বনিম্ন ৮২ ডলারের টিকেট কিংবা সর্বোচ্চ ৬৭৫ ডলারের টিকেট শেষ হয়ে গেছে ১০ মিনিটেই।
২০০৮ সালে বেইজিং অলিম্পিক থেকেই নিজের দেশ আর্জেন্টিনাকে অলিম্পিক ফুটবলের স্বর্ণ উপহার দিয়েছিলেন তিনি। সেবার সেমিফাইনালে তার জোড়া গোলেই ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। পরে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে স্বর্ণ জেতে আলবিসেলেস্তারা। আর ১৫ বছর পর এবার মেসি এলেন বিশ্বজয়ী ফুটবলার হিসেবে।
আর্জেন্টিনার শুরুর একাদশ : মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস গঞ্জালেস ও লিওনেল মেসি।