মেসিকে বুকে জড়িয়ে ধরতে পেরে চীনা ভক্তের উচ্ছ্বাস
মেসি এক আবেগের নাম। কারও কাছে হয়তো আবেগের চেয়েও বেশি কিছু। মেসিকে এক নজর দেখতে কত কান্ডই না করেন ভক্তরা। ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। তবে, মেসির ক্ষেত্রে এই ঘটনাটি সবচেয়ে বেশি ঘটে। আরও একবার তারই সাক্ষী হলো ফুটবল বিশ্ব।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অস্ট্রোলিয়াকে ২-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তারা। এই ম্যাচে মেসিদের জয় ছাপিয়ে একটি দৃশ্য এখন আলোচনায়। দৃশ্যটি প্রিয় তারকার প্রতি এক ভক্তের অগাদ ভালোবাসার।
সেই ভালোবাসার জোরেই নিরাপত্তা বেষ্টনি টপকে সোজা মাঠে ঢুকে পড়লেন এক চীনা ভক্ত। উদ্দেশে প্রিয় তারকাকে একটি বারের জন্য জড়িয়ে ধরা। চীনা সেই ভক্তের ইচ্ছা পূরণ হয়েছে। মাঠে ঢুকে জড়িয়ে ধরেছেন অন্যতম সেরা ফুটবলারকে।
মেসিকে জড়িয়ে ধরার পর নিরাপত্তাকর্মীরা তাকে ধরার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। শেষমেশ পুরো মাঠে দৌড়ালেও নিরাপত্তাকর্মীদের হাত থেকে রেহাই পাননি তিনি। ধরে নিয়ে যাওয়ার সময় তার চোখেমুখে যে হাসি দেখা গেছে, তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। পরবর্তীতে সেই চীনা ভক্তের পরিণতি কি হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
মেসির প্রতি চীনা ভক্তদের আবেগ একটু বেশিই। তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের টিকেট শেষ হয়ে যায় মুহূর্তেই। মেসিও ভক্তদের নিরাশ করেননি। দুর্দান্ত পারফরম্যান্স করে ভক্তদের আনন্দের জোয়ারে ভাসিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।