ঝালকাঠিতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার আসামি শাহিন হাওলাদারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহিন হাওলাদার উপজেলার বড় কৈবর্তখালী গুচ্ছগ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে রাতে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান শাহিন। আহত শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে গত বুধবার (১৪ জুন) দুপুরে রাজাপুর থানায় শাহিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা। এরপর পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘আজ শুক্রবার সকালে শাহিনকে ঝালকাঠি আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।’