কেন সাংবাদিকদের ভয় পাচ্ছেন আফগান ক্রিকেটাররা?
ইতোমধ্যেই ঢাকা টেস্টের তিনদিন পার হয়েছে। রান পাহাড় গড়ে আফগানদের চাপে ফেলেছে বাংলাদেশ। পাচ্ছে জয়ের সুবাসও। তবে অবাক করার মতো বিষয় হলো টেস্টের তিন দিন গড়িয়ে গেলেও এখনও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেখা যায়নি কোনো আফগান ক্রিকেটারকে। তবে কেন সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছেন সফরকারী ক্রিকেটাররা?
শুক্রবার (১৬ জুন) তৃতীয় দিনের খেলা শেষে দূর থেকেই দেখা গেল আফগানিস্তান ড্রেসিংরুম থেকে একাই হেঁটে সংবাদ সম্মেলনের দিকে আসছেন জোনাথান ট্রট। সঙ্গে কোনো মিডিয়া ম্যানেজার কিংবা কোনো কর্মকর্তা নেই। এই দৃশ্যটা যেন পরিচিতই হয়ে উঠেছে গত কয়েকদিনে। বাংলাদেশ সফরে এসে টানা চারদিন সংবাদ সম্মেলনে এলেন আফগানদের ইংলিশ কোচ।
আধুনিক ক্রিকেটে দৃশ্যটা ব্যতিক্রমই। বাংলাদেশের সাংবাদিকদের সামনে কেন আসছেন না আফগানরা? কেন প্রতিদিন ট্রটই আসছেন সংবাদ সম্মেলনে? দলে কি কথা বলার মতো আর কেউ নেই? অবশেষে এই বিষয়ে মুখ খুলেন আফগান কোচ। ট্রট বলেন ‘আমার মনে হয় এটা কিছুটা ভাষার সমস্যার কারণে হতে পারে। ছেলেরা মিডিয়ার সামনে অতটা আত্মবিশ্বাসী না হয়তো। কারণ, আপনারা খুব চালাক! জটিল প্রশ্ন হতে পারে। তারা হয়তো এসব প্রশ্ন বুঝবে না এই ভয় করে। আমার মনে হয় তারা কিছুটা নার্ভাস এবং সংকোচ বোধও হয় । তবে আমি চেষ্টা করি সংবাদমাধ্যমের সামনে আসার জন্য ছেলেদের অনুপ্রাণিত করতে।’
আফগানিস্তানের এই দলটা বয়সে বেশ তরুণ ও কিছুটা অনভিজ্ঞও। তবে সংবাদ সম্মেলন সামলানোর মতো ক্রিকেটার তাদেরও আছে। সেটা মনে করিয়ে দিয়ে ট্রট বললেন, ‘রশিদ, নবী, মুজিবের মতো খেলোয়াড়েরা এ রকম সংবাদ সম্মেলনে কথা বলতে অভ্যস্ত। এই দলের ক্রিকেটারদের জন্য হয়তো ব্যাপারটা নতুন। আমিও তাদেরকে খেলাতেই বেশি মনোযোগ দেওয়ার সুযোগ করে দিই।’