সমালোচনা মাঝেই ‘আদিপুরুষে’র প্রথম দিনে রেকর্ড আয়
‘বাহুবলি’ সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা সাইফ আলি খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘আদিপুরুষ’ সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ জুন)। মুক্তির পর পরিচালক ওম রাউতের বহুলের এই সিনেমা সমালোচনার মুখে পড়েছে।
তবে সমালোচনা মাঝেই প্রভাস-কৃতির এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্ব বক্স অফিসে সিনেমাটির সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৩ কোটি রুপি। যা বছরের সবচেয়ে বড় উদ্বোধনী বলছে গণমাধ্যমটি।
৬০০ কোটি রুপির বেশি বাজেটেও নির্মিত ‘আদিপুরুষ’ সিনেমাটি অগ্রিম টিকেট বিক্রিতেও রীতিমত রেকর্ড গড়ছে। মুক্তির আগ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখের কাছাকাছি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে বলে জানা যায়।
তবে বক্স অফিসে সাফল্যের পাশাপাশিও ছবিটির মুক্তি ঘিরে নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে প্রেক্ষাগৃহগুলোতে।
সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা সাইফ আলি খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘আদিপুরুষ’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। ‘আদিপুরুষ’ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, সাইফ আলি খানকে দেখা যাবে রাবণ চরিত্রে আর সীতা চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। সানি সিং অভিনয় করবেন লক্ষণের ভূমিকায়। থ্রিডি অ্যাকশন ড্রামা ‘আদিপুরুষ’ প্রভাসের সঙ্গে ওম রৌতের প্রথম কাজ এবং সাইফ আলি খানের সঙ্গে দ্বিতীয়।