বান্দরবানে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমায় সেনাসদস্য নিহত
বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা (আইইডি) বিস্ফোরণে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক সেনা সদস্য।
গতকাল শুক্রবার (১৭ জুন) রুমার দুর্গমাঞ্চলে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণে গেলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম মোন্নাফ হোসেন রাজু (২১)। আহতের নাম মো. রেজাউল (২৪)।
তথ্য নিশ্চিত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কর্মকর্তা রাশেদুল আলম খান।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমার সীমান্তবর্তী দুর্গম পাইনুম পাড়াসহ আশপাশের এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে যাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। ছিলোপি পাড়া এলাকায় সেনা টহল দলটি সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের মুখে পড়ে। এতে সেনাবাহিনী দুজন সদস্য মারাত্মক আহত হন।
আহত দুজনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যান। অপর সেনা সদস্য রেজাউল চিকিৎসাধীন আছেন।
সেনাসদস্য মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন।