সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়কের দুর্গাপুর ও আনেয়ারপুরে পানি উঠেছে। এতে করে সড়ক পথে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ। এই পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ধরে অতিবৃষ্টি হওয়ায় পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যদিও সুরমা নদীর পানি বিপৎসীমার কিছুটা নিচে আছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার ছয় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি আরও বাড়বে।’
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, ‘পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়কে পানি উঠেছে। সড়কটি ডুবে যাওয়ায় জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা মানুষকে সর্তক থাকতে সচেতন করছি।’