ডেসটিনির পরিচালনা পর্ষদ থেকে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর পদত্যাগ
ডেসটিনি ২০০০ লিমিটেডের জন্য হাইকোর্ট গঠিত পরিচালনা পর্ষদ থেকে চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও পরিচালক ব্যারিস্টার মারগুব কবির পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ দুজন গত ৩১ মে হাইকোর্টে তাদের পদত্যাগপত্র জমা দেন। আর গত ১৪ জুন তা সংশ্লিষ্ট আদালতে উত্থাপিত হয়। তবে, বিষয়টি আজ সোমবার (১৯ জুন) জানাজানি হয়।
দুজনের পদত্যাগপত্রে বলা হয়, আদালতের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তারা এই কোম্পানি পরিচালনায় দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে পারিবারিক কারণে এখন দায়িত্ব পালনে তারা অপারগ। সে কারণে তারা পদত্যাগ করেন।
গত বছরের পহেলা সেপ্টেম্বর ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালনার জন্য ১৯ সদস্যের একটি স্বাধীন বোর্ড গঠন করে দেয় হাইকোর্ট। সেইসঙ্গে এই বোর্ডকে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা করার অনুমতি দেওয়া হয়।
প্রায় এক বছরে এই পর্ষদ মোট চারটি বোর্ড সভা করেছে। এ ছাড়া কোম্পানির বিভিন্ন বিষয়ের জন্য অডিট কমিটিসহ চারটি সাবকমিটিও গঠন করেছে।
২০০০ সালের ১৪ই ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি ২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার ৪৯ জন।