সাত বিভাগে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ৬৪৫ মামলা
জঙ্গিদের বিরুদ্ধে হওয়া মামলার বিচারের জন্য সাত বিভাগে করা হয় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। বর্তমানে এসব এসব ট্রাইব্যুনালে (গত মাসের ৩১ তারিখ পর্যন্ত) বিচারাধীন মামলার সংখ্যা ৬৪৫টি।
আইনমন্ত্রী আনিসুল হক আজ সোমবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘জঙ্গিদের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় পর্যায়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গত ৩১ মে পর্যন্ত সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৬৪৫টি।’
সারাদেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মরত ১৬ হাজার ৪৫৬ জন নকলনবিশের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান আইনমন্ত্রী। মন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১০ জুন থেকে ২০২৩ সালের ১৩ জুন পর্যন্ত ১৭ সাব-রেজিস্ট্রি অফিসের ৭৮ হাজার ১৯৫টি দলিল ই-রেজিস্ট্রেশন সিস্টেমে নিবন্ধিত হয়েছে।