বিশ্বকাপে গালি খাওয়ার শীর্ষে ফ্রান্স, ব্রাজিল-আর্জেন্টিনা কততে?
ফুটবলের মৌসুমে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের সময় তো ভক্তদের পোস্টের সংখ্যা বেড়ে যায় কয়েকগুন। কাতার বিশ্বকাপেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত পোস্টের ঝড় বইয়ে গেছে। ইতিবাচক পোস্টের পাশাপাশি নেতিবাচক মন্তব্য ও বর্ণবাদী মন্তব্যও হয়েছে প্রচুর।
গতকাল সোমবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ শেষ হওয়ার ছয় মাস পার হয়েছে। এতদিন পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফিফার ফিফপ্রো। সেই প্রতিবেদনে দেখা গেছে, কাতার বিশ্বকাপে খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালদের উদ্দেশ করে প্রায় ২০ হাজার আপত্তিকর পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। শুধু তাই নয়, বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে মধ্যে ২ লাখ ৮৬ হাজার ৮৯৫টি আপত্তিকর পোস্ট আড়াল করে দেয়া হয়। বিশ্বকাপজুড়ে এ নিয়ে নজরদারি করেছিল ফিফার ‘সোশ্যাল মিডিয়া প্রটেকশন সার্ভিস’ (এসএমপিএস)।
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবে প্রায় ২ কোটি পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে ৪ লাখ ৩৩ হাজার ৬৯৬টি পোস্টে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা পুরোপুরি আপত্তিকর। একটি বিশেষজ্ঞ দল ‘ডাবল হিউম্যান ট্রায়াজ’ প্রক্রিয়ায় বিশ্লেষণ করে দেখেছে, ১৯ হাজার ৬৩৬টি পোস্টের ভাষা ও বিষয়বস্তু আপত্তিকর মানহানিকর ও বৈষম্যপূর্ণ। ফিফার অভিযোগের পর এ ধরনের ২৩ শতাংশ পোস্ট মুছে ফেলেছে টুইটার কর্তৃপক্ষ।
সবচেয়ে বেশি আপত্তিকর পোস্ট হয়েছে কোয়ার্টার ফাইনালের ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ নিয়ে। পেনাল্টি মিস করায় ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনকে নিয়ে এই ম্যাচে ১২ হাজারের বেশি পোস্ট ও মন্তব্যের রিপোর্ট করেছে ফিফা। ফ্রান্স-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল নিয়ে করা আপত্তিকর পোস্ট ও মন্তব্যের সংখ্যা এই তালিকায় দুইয়ে—১২ হাজারে কাছাকাছি।
বিশ্বকাপে খেলোয়াড়, জাতীয় দল এবং ফেডারেশনের অফিশিয়াল অ্যাকাউন্টের উদ্দেশে দেওয়া আপত্তিকর বার্তার শিকার হওয়ায় অন্যদের খেকে এগিয়ে ফ্রান্স। বিশ্বকাপ রানার্সআপদের নিয়ে এমন প্রায় ৬ হাজার বার্তা চিহ্নিত করেছে ফিফার সোশ্যাল মিডিয়া প্রটেকশন সার্ভিস।
ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় ব্রাজিলকে উদ্দেশ্য করে ৩ হাজারের বেশি আপত্তিকর বার্তা পোস্ট করা হয়। এই তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ড। ইংলিশ খেলোয়াড়, জাতীয় দল ও ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অ্যাকাউন্ট উদ্দেশ্য করে প্রায় ৩ হাজার বার্তা রিপোর্ট করা হয়েছে। এই তালিকায় চতুর্থ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা। মেসিদের উদ্দেশ্যে করে দেড় হাজারের মতো আপত্তিকর বার্তা রিপোর্ট করেছে ফিফা।
প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, কাতার বিশ্বকাপে খেলোয়াড়, জাতীয় দল ও ফেডারেশন নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন—এমন তিন শতাধিক মানুষকে চিহ্নিত করা হয়েছে। তাদের পরিচয় যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এবং দুনিয়ার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।