ডিসিএস অর্গানাইজেশনের চেয়ারম্যান ও এমডির জামিন নামঞ্জুর
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান ও এমডি ফরহাদুল আমীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২০ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
এদিন এ মামলার দুই আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে, জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন আদালত। এর আগে গত ৮ জুন শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে গত ১২ জুন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রণপ কুমার বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, তেলাপোকা মারতে মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ডিসিএস অর্গানাইজেন লিমিটেড নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পেস্ট কন্ট্রোল কোম্পানির কর্মীরা পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ৬ ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে ১৫ ঘণ্টা পর পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এরপরেই বিষাক্ত গ্যাসের বিক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তারা। সেই ঘটনায় পরিবারের দুই শিশুর মৃত্যু হয়।