আয় কমছে হু হু করে, ফ্লপ হতে যাচ্ছে বির্তকিত ‘আদিপুরুষ’?
নির্মাণ ব্যয় ৬০০ কোটি রুপি, ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘আদিপুরুষ’। সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা সাইফ আলি খান অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ জুন)। মুক্তির পরই পরিচালক ওম রাউতের বহুলের এই সিনেমা সমালোচনার মুখে পড়েছে।
যদিও প্রভাস-কৃতির এই সিনেমা মুক্তির প্রথম কয়েকদিনে ধর্মীয় আবেগের জোরে বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে বিতর্কের কারণে হু হু করে কমছে সিনেমাটির আয়।
হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, সোমবার সিনেমাটির সংগ্রহ ছিল ২০ কোটি রুপি। মঙ্গলবার সেটি আরও কমে সর্বসাকুল্যে হয়েছে ১০.৮ কোটি রুপি। সাধারণত কোনও আলোচিত সিনেমার আয়ের অংক এতোটা ধ্বসে পড়তে দেখা যায় না। কিন্তু যেই হারে ‘আদিপুরুষ’র আয় কমছে, তাতে এটি ৫০০ কোটির মাইলফলক পার করতে পারবে কিনা, তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। অথচ এর বাজেট ৬০০ কোটির বেশি!
আদিপুরুষ’ এর সংলাপ নিয়ে চলছে বিতর্ক। সামাজিক মাধ্যমে সিনেমাটির বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানাচ্ছে, পাঁচ দিন পেরিয়ে এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৩৪৫ কোটি ৩৯ লাখ রুপি। যদিও ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের দাবি, পাঁচ দিনে আয় হয়েছে ৩৭৫ কোটি রুপি।
সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা সাইফ আলি খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘আদিপুরুষ’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। ‘আদিপুরুষ’ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, সাইফ আলি খানকে দেখা যাবে রাবণ চরিত্রে আর সীতা চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। সানি সিং অভিনয় করবেন লক্ষণের ভূমিকায়। থ্রিডি অ্যাকশন ড্রামা ‘আদিপুরুষ’ প্রভাসের সঙ্গে ওম রৌতের প্রথম কাজ এবং সাইফ আলি খানের সঙ্গে দ্বিতীয়।