জেল থেকে সাক্ষাৎকারে যা বললেন আলভেজ
চলতি বছরের জানুয়ারিতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। জামিনের আবেদনে করেও পাননি ৩৮ বছর বয়সী এই ফুটবলার। গ্রেপ্তারের পাঁচ মাস পর ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন আলভেজ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বুধবার (২০ জুন) বলা হয়, স্প্যানিশ সাংবাদিক মায়কা নাভারোকে জেলে বসে এই সাক্ষাৎকার দিয়েছেন আলভেজ। যেখানে তিনি অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী সেই নারীকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি পুরো ঘটনা নিয়ে নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
ধর্ষণের অভিযোগ নিয়ে আলভেজ বলেন, ‘আমি স্বেচ্ছায় কাউকে আঘাত করিনি, সেই রাতেও করিনি। আমি জানি না সে সজ্ঞানে আছে কি না, রাতে তার ভালো ঘুম হয় কি না। কিন্তু আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি। আমি তার সচেতন ও সজ্ঞানে ফেরার প্রত্যাশা করছি। তবে এমন কোনো রাত নেই যে রাতে আমি শান্তিতে ঘুমাতে পারিনি। একটা রাতও না। আমি খুব ভালোভাবেই সজ্ঞানে আছি।’
আলভেজ আরও বলেন, ‘এটা আমার প্রথম সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার দিচ্ছি, কারণ আমি কী ভাবছি সেটা সবাইকে জানানোর সুযোগ আমি নিতে চাই। আমি আপনাদের জানাতে চাই সেদিন কী ঘটেছিল এবং বাথরুমে কী হয়েছিল। এখন পর্যন্ত ভীতিকর এক গল্পই সবাইকে শোনানো হয়েছে এবং আতঙ্কের কথা বলা হয়েছে। যা ঘটেছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এমনকি আমি যা করেছি তার সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।’
বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। এরপর সেই ঘটনায় থানায় সাক্ষ্য দিতে গেলে আলভেজকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ ছিল, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি ক্লাবে আলভেজ তাকে যৌন হয়রানি করেন। অবশ্য আলভেজ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।