আট বছর পলাতক যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা থেকে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি বেলায়েত হোসেন বিল্লালকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০১৫ সালের এপ্রিলে যুদ্ধাপরাধের অভিযোগে জামালপুর সদর উপজেলার চানপুর হরিণাকান্দা গ্রামের বেলায়েত হোসেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন ময়মনসিংহের মুক্তাগাছার মুক্তিযোদ্ধা গোলাপ আলী। পরে ওই বছরের ৯ ডিসেম্বর বেলায়েত হোসেন বিল্লালের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সকালে আট বছর ধরে পলাতক থাকা বেলায়েত হোসেন বিল্লালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় বেলায়েত হোসেন আত্মগোপনে ছিলেন বলে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আইনি প্রক্রিয়ায় তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।