স্লেজিং হজম করে ফিরে এলেন রিকি পন্টিং!
অ্যাশেজ মানে শুধু মাঠের খেলা নয়, বাইরেও আছে নানা উত্তেজনা। একটা সময় অ্যাশেজে ব্যাটবলের বাইরে ‘স্লেজিং’ ছিল অন্যতম অস্ত্র। দর্শকরাও আমোদে উপভোগ করতেন সেগুলো। যদিও এবারের অ্যাশেজ এসব দিক দিয়ে অনেকটাই ছিল পানসে। তবে, একেবারেই যে অনুপস্থিত, তা নয়।
অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে অসি ব্যাটার উসমান খাজার আউটের পর হয় ঘটনার সূত্রপাত। ১৪১ রান করা খাজা খুব ভুগিয়েছেন ইংলিশদের। তাকে আউটের পর ওলি রবিনসন কিছু একটা বলে গালি দিচ্ছিলেন, যা এড়ায়নি সে সময়ে ধারাভাষ্য দিয়ে চলা রিকি পন্টিংয়ের চোখ। যদিও বিষয়টি এড়িয়ে যান তিনি।
অস্ট্রেলিয়াকে চারটি অ্যাশেজ সিরিজে নেতৃত্ব দেওয়া পন্টিং চুপ থাকলেও সংবাদ সম্মেলনে রবিনসন তাকে টেনে এনে বলেন, ‘আমরা রিকি পন্টিং ও অন্যান্য অসি খেলোয়াড়দের দেখতাম, আমাদের সঙ্গে এমনটি (স্লেজিং) করতে।’
এমন বক্তব্যে সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং ইংলিশ পেসার ওলি রবিনসনকে শিক্ষা নেওয়ার কথা বললেন। এমনটিই জানা গেছে আজ বৃহস্পতিবার (২২ জুন) ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে।
পন্টিং যে অস্ট্রেলিয়া দলটাকে নেতৃত্ব দিয়েছিলেন, বলা হতো, শুধু স্লেজিং দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে ফেলার ক্ষমতা ছিল তাদের। সেই দলের অধিনায়ক হয়ে কথাটা পন্টিং হজম না করে ফিরিয়ে দিলেন রবিনসনকে।
আইসিসির বরাত দিয়ে করা ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, রবিনসনের কথার জবাবে পন্টিং বলেন, ‘সে যা বলার বলেছে। এই ইংল্যান্ড দলটা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেনি। অ্যাশেজ এবং দারুণ একটা অস্ট্রেলিয়া দলের বিপক্ষে খেলার মানে ওরা খুব শিগগিরই বুঝে যাবে। যদি ওলি রবিনসন এগুলো দ্রুত না শেখে, তা হলে সে স্লো লার্নার।’