৪ শিশু হত্যা, আবদুল আলী বাগাল কারাগারে
হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার মূল আসামি আবদুল আলী বাগালকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কাউছার আলমের আদালতে হাজির করা হলে আদালত আবদুল আলী বাগালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৮ ফেব্রুয়ারি আবদুল আলী বাগালকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম। নির্মম এ হত্যার ঘটনায় আবদুল আলী বাগালসহ ছয়জন কারাগারে রয়েছে।
শুধু র্যাবের হাতে আটক শাহেদ আলী এখন পুলিশ রিমান্ডে রয়েছে।
পুলিশের দাবি, আবদুল আলী বাগাল এ ঘটনার মূল হোতা। ১০ দিন রিমান্ডে নিলেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। তবে তার দুই ছেলে জুয়েল ও রুবেল এবং তার সহযোগী হাবিবুর রহমান আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রামের অদূরে বালিমাটিতে পুঁতে থাকা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।