‘ক্রিকেট ঈশ্বর’ স্বয়ং শাস্তি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের একটা সোনালী অতীত আছে। ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন তারা। তৃতীয় আসরেও উঠেছিল ফাইনালে। ক্রিকেটে একটা সময় দলটির ছিল প্রচণ্ড দাপট। কালের বিবর্তনে সেই ওয়েস্ট ইন্ডিজ দল আগের মতো নেই। এতটাই অসহায় অবস্থা এখন, খেলতে হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব।
জিম্বাবুয়েতে চলছে অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। সেখানে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল শনিবার (২৪ জুন) হারারে স্পোর্টস গ্রাউন্ডে জিম্বাবুয়ের কাছে ৩৫ রানে হেরে বসে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন সামি এখন দলটির প্রধান কোচ। দলের এমন পরাজয় মেনে নিতে পারেননি তিনি। নিজের হতাশা লুকিয়ে রাখেননি সামি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা টস জিতে পরিকল্পনা মতোই বোলিং নিয়েছি। কিন্তু, আমাদের ফিল্ডিং যাচ্ছেতাই। প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কে সুযোগ দিলে আপনাকে তার মূল্য দিতেই হবে।’
প্রতিপক্ষের সেরা খেলোয়াড় বলতে সিকান্দার রাজাকে বুঝিয়েছেন সামি। মাত্রই আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন রাজা। সেই রাজার দুটি ক্যাচ ছাড়ে ক্যারিবিয়ান ফিল্ডাররা। ১ ও ৭ রানে জীবন পাওয়া রাজা ম্যাচে করেন সর্বোচ্চ ৬৮ রান। সবমিলিয়ে ম্যাচে চারটি ক্যাচ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা।
ওয়েস্ট ইন্ডিজের এমন গা ছাড়া খেলায় বিরক্ত কোচ সামি বলেন, ‘ম্যাচে ভালো অবস্থানে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে সবকিছু আপনাদের নিয়ন্ত্রণে, ক্রিকেট ঈশ্বর তখন আপনাকে শাস্তি দেবেই। এই ওয়েস্ট ইন্ডিজ দলটাকে ক্রিকেট ঈশ্বর নিজেই শাস্তি দিয়েছেন।’
তবে, এখনও সব শেষ হয়ে যায়নি বলে জানালেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। খেলোয়াড়দের অনেক কাজ বাকি। সেজন্য তার দল সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন বলেই জানালেন তিনি।