সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ২
সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও ৩৫ জন। আজ মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার সাতপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কার্তিকপুর গ্রামের সাবেক িইউপি সদস্য হাবিবুর রহমান (৫২) ও একই গ্রামের হেলাল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিকপুর গ্রামের হাজী মুজিবুর রহমান ও ফারুক মিয়ার সঙ্গে একই গ্রামের লিক্সন মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে লোকজনসহ বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান লিক্সন। এ সময় বাধা দেয় মুজিবুর রহমানের লোকজন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সাবেক ইউপি সদস্য হাবিবুর ও হেলাল ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয় রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আলীম উদ্দিন নামের এক পুলিশ কর্মকর্তাসহ আরও ৩৫জন আহত হন।
সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘জমি বিরোধের জেরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।’