বিএনপির জ্যেষ্ঠ নেতারা কে কোথায় ঈদ করবেন
ঈদকেন্দ্রিক রাজনীতিতে জনগণ ও নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের রেওয়াজ রয়েছে। এবারের ঈদুল আজহায় সেই রেওয়াজে থাকবেন বিএনপির জ্যৈষ্ঠ নেতারা। এলাকার দলীয় কর্মী, অনুসারী ও জনগণের সঙ্গে থাকবেন তারা। এমনকি, চলমান আন্দোলন বেগবান করতে সরকারি ছুটির এই সময়টাকে কাজে লাগাতে চান তারা।
বিএনপি জ্যৈষ্ঠ নেতারা জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে দাবি আদায়ের চলমান আন্দোলন গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তারা। ঈদুল আজহায় তৃণমূলের কর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে আন্দোলন বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। তাই নিজ নিজ নির্বাচনি এলাকায় জ্যৈষ্ঠ নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
আর মাত্র একদিন বাদেই অর্থাৎ, বৃহস্পতিবার মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করবেন। সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হওয়ার পর প্রতিবারের মতো এবারও ঈদের দিন তাঁর সঙ্গে দেখা করতে যাবেন পরিবারের সদস্যরা।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগেরও বেশি সময় লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথী ও তার ছোট মেয়ে ঈদ করবেন লন্ডনে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে ঈদ করবেন। ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের করব জিয়ারত করবেন তিনি। ঈদের পরদিন রাজধানীতে ফিরবেন দলটির এই শীর্ষ নেতা।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ। তিনি উন্নত চিকিৎসার জন্য গতকাল সিঙ্গাপুর গেছেন। সেখানেই তিনি এবারের ঈদ করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ উদযাপন করবেন। এ ছাড়া স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীতে ঈদের নামাজ পড়ে ঢাকায় ফিরবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন। এ ছাড়াও বিএনপি জ্যৈষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ করবেন। মিডিয়া সেলের অন্যান্য সদস্যগণ নিজ নিজ সুবিধামতো ঈদের নামাজ আদায় করবেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ঢাকায় থাকছেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, ঈদের দিন বেলা সাড়ে ১১টায়শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করবেন। এতে রাজধানীতে থাকা বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতারা অংশ নেবেন। এ ছাড়া ঈদের রাতে স্থায়ী কমিটি সদস্যগণ চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানান শায়রুল।
বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘নিজ নিজ নির্বাচনি এলাকায় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের নেতারা। কেউ ঢাকায় ঈদের নামাজ পড়ে এলাকায় যাবেন। আবার অনেকেই আগের দিন নিজ নির্বাচনি এলাকায় চলে যাবেন।’
আবদুস সালাম বলেন, ‘আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। ঈদের পর একতরফা আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ঈদের সময় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সবাই আন্দোলনের প্রস্তুতির বার্তাটা দেওয়ার সুযোগ পাচ্ছেন।’