ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন
ঈদুল আজহা উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। যে তালিকায় আছেন ক্রিকেট মাঠের তারকারাও। ঈদের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে এক সপ্তাহের ছুটিতে অনেক ক্রিকেটারই গ্রামের বাড়িতে গেছেন। এক নজরে দেখে নেওয়া যাক, কোন ক্রিকেটার কোথায় ঈদ উদযাপন করবেন।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে গত শনিবার থেকে ছুটিতে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছুটিও অবশ্য খুব একটা দীর্ঘ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা, দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
আগামী ১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। যে কারণে ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা সরাসরি চলে যাবেন চট্টগ্রামে। সেখানে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই। এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কোথায় ঈদ উদযাপন করবেন।
১. সাকিব আল হাসান : গত মাসে আয়ারল্যান্ড সিরিজে হাতে চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে স্বস্তির খবর চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য পুরোপুরি ফিট সাকিব। ওয়ানডে সিরিজেই মাঠে ফিরছেন তিনি। গতকালই কানাডা থেকে দেশে ফিরেছেন সাকিব। এবারের ঈদটা পরিবারের সঙ্গে দেশেই করবেন সাকিব। গত ঈদুল ফিতরও মাগুরাতে নিজ গ্রামে উদযাপন করেন নাম্বার সেভেন্টি ফাইভ।
২. তামিম ইকবাল : ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গেই ঈদ পালন করবেন। তবে ছেলের অসুস্থতার কারণে গত ঈদুল ফিতরের সময় চট্টগ্রামে ঈদ পালনে যেতে পারেনি এই ড্যাশিং ওপেনার।
৩. মুশফিকুর রহিম : ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম বেশির ভাগ ঈদই পরিবারের সঙ্গে উদযাপনের চেষ্টা করেন। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে ক্রিকেটার সাদমান ইসলামের অ্যাগ্রো ফার্ম থেকে কোরবানির গরু কিনেছেন মুশফিক।
৪. মেহেদী হাসান মিরাজ : সুযোগ পেলেই গ্রামের বাড়িতে ছুটে যান ক্রিকেটার মিরাজ। এর ধারাবাহিকতায় এবারের ঈদেও পরিবার নিয়ে খুলনায় গেছেন মিরাজ। সেখানে ঈদ উদযাপন শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ডানহাতি এই অলরাউন্ডার।
৫.তাসকিন আহমেদ : ডানহাতি পেসার তাসকিন আহমেদ বরাবরের মতো পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকাতেই ঈদ উদযাপন করবেন। চোটের কারণে আয়ারল্যান্ড সিরিজের দলে না থাকলেও আফগানিস্তানে বিপক্ষে একমাত্র টেস্টের দলে ছিলেন এই ডানহাতি ক্রিকেটার। বল হাতে দারুণ ছন্দে রয়েছেন এই পেসার।
৫. রুবেল হোসেন : দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার রুবেল গ্রামের বাড়ি বাগেরহাটে পরিবারসহ ঈদ উদযাপন করবেন। বেশ আগেভাগেই ঈদ করতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাগেরহাট গেছেন এই ক্রিকেটার।
৬. এবাদত, নাসুম ও খালেদ : সিলেটের গর্ব ইবাদত হোসেন, নাসুম আহমেদ ও খালেদ আহমেদরা নিজ নিজ বাড়িতে ঈদ পালন করবেন। এই তিন ক্রিকেটার প্রতিবার পরিবার নিয়েই ঈদ উদযাপন করে থাকেন।
ঈদের পর আফগানিস্তান সিরিজ শেষ করে অবশ্য কিছুদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর আগস্ট মাস থেকে ঘরের মাটিতে শুরু হবে বিশ্বকাপের অনুশীলন ক্যাম্প। এরপর সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। আর অক্টোবরে বিশ্বকাপ। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন ক্রিকেটাররা।