আপনার জিজ্ঞাসা
বেশি দামে নতুন টাকা কেনা কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০২৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে নাজমুল হুদা জানতে চেয়েছেন, বেশি দামে নতুন টাকা কেনা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বেশি দামে নতুন টাকা কেনা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পুরাতন টাকার বিনিময়ে ও সঙ্গে বেশি মূল্য দিয়ে নতুন টাকা কেনার বিষয়টি জায়েজ আছে। এটি একটি প্রচলিত ব্যবস্থা। এটি জায়েজ আছে। কারণ, টাকা অনেক পুরাতন হলে বা ছিড়ে গেলে অনেক সময় কেউ নিতে চায় না, এটা নিয়ে সমস্যা পোহাতে হয়। তাই কেউ যদি সেগুলো কেউ কম টাকায় বিক্রি করে নতুন টাকা নেন সেটা জায়েজ আছে। আর যারা নতুন দেবে তাদেরও একটা খরচ থাকে। তাই বিষয়টি জায়েজ আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।