গরুরহাটে তামিমপুত্রের জিজ্ঞাসা, ‘ভাই, ইবে হত?’
পবিত্র ঈদুল আজহার সবচেয়ে বড় আকর্ষণ পশুর হাট। ত্যাগের মহিমা নিয়ে কোরবানি দিতে পশুর হাটে জমে ওঠে ক্রেতা-বিক্রেতার ভিড়। হাটে কিনতে যেমন যায়, অবস্থা দেখতেও যায় অনেকে। কেউ কেউ সঙ্গে করে বাচ্চাদেরও হাট দেখাতে নিয়ে যান। শিশুরাও এতে আনন্দিত হয়।
দেশসেরা ওপেনার তামিম ইকবালও এর ব্যতিক্রম নন। কোরবানির হাটে নিয়ে গেছেন ছেলে আরহাম ইকবাল খানকে। হাটে যাওয়ার অভিজ্ঞতা ও আনন্দ বেশ দারুণভাবেই নিয়েছেন আরহাম, তা বোঝা গেছে তামিমের দেওয়া ছোট্ট একটি ভিডিওতে।
আজ বুধবার (২৮ জুন) তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছয় সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় চট্টগ্রামের একটি গরুর হাটে হাঁটছেন আরহাম। হাঁটতে হাঁটতে গরুর দাম জিজ্ঞেস করছেন বড়দের মতো। যেন বহুদিনের অভিজ্ঞতায় ঠাসা।
হলুদ টি-শার্ট পরে হাটে যাওয়া আরহাম এক বিক্রেতার কাছে গরুর দাম জানতে চান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। আরহাম ডেকে বলেন— ‘ভাই, ও ভাই, ইবে হত?’ বলেই চলে যাচ্ছিলেন। বিক্রেতা হয়তো খুঁজছিলেন ক্ষুদে ক্রেতাকে। আরহাম তখন হাত নাড়িয়ে বলেন, ‘ভাই এই যে আমি।’
চট্টগ্রামের ভাষায় ইবে হত’র মানে হচ্ছে দাম কত। আরহামের মতো ঈদের হাটে শিশুদের এমন উচ্ছ্বাসই ঈদ আনন্দের পূর্ণতা এনে দেয়। উৎসবের আমেজ বাড়িয়ে দেয় বহুগুণ।