গ্লোবাল টি-টোয়েন্টি লিগ নিয়ে রোমাঞ্চিত লিটন
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি এই লিগে লিটনের খেলবেন সারে জাগুয়ারস এবং সাকিব খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছেন লিটন দাস।
গতকাল বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় লিটন বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত সারে জাগুয়ারস দলের অংশ হতে পেরে। আমি আশা করব, আপনারা মাঠে আসবেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আমাদের দলকে সমর্থন দেবেন। টুর্নামেন্ট শুরু হবে ২০ জুলাই। তখন দেখা হবে।’
ইতোমধ্যে সাকিব-লিটনকে এই টুর্নামেন্টে অংশ নিতে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষেই তারা কানাডায় খেলতে যাবে। সাকিবকে ২০ থেকে ৩০ জুলাই এবং লিটনকে ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে।
সাকিব-লিটন ছাড়াও এ লিগে খেলবেন শোয়েব মালিক, ক্রিস গেইল, মোহাম্মদ রিজওয়ান, টিম সাউদি, রাসি ফন ডার ডুসেন, ফজল হক ফারুকি, আন্দ্রে রাসেল, মোহাম্মদ ওয়াসিম, নাভিন-উল-হক, ইফতিখার আহমেদ, অ্যালেক্স হেলসের মতো খেলোয়াড়েরা।
২০১৯ সালে সর্বশেষ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনা মহামারির কারণে গত তিন বছর খেলা মাঠে গড়ায়নি। লম্বা বিরতির পর আগামী ২০ জুলাই থেকে ফের এই টুর্নামেন্ট শুরু হবে।