কাজের মধ্যে ঈদ আনন্দ যাদের
ত্যাগের মহিমায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মানুষ আনন্দে মেতে উঠলেও এই উৎসবে ছুটি মেলে না হাজারো মানুষের। পেশাগত দায়িত্ব পালনে তৎপর থাকতে হয় তাদের। দায়িত্বের বোঝা নিয়ে উৎসব আনন্দের ঊর্ধ্বে থেকে যায় তাদের ঈদ।
পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে সবাই যখন ঈদের খুশি ভাগাভাগিতে ব্যস্ত তখন বেশ কিছু সরকারি-বেসরকারি দপ্তরের কর্মীদের ঈদ আনন্দ চলে পেশাগত দায়িত্বের মধ্যে দিয়ে।
আইনশৃঙ্খলা বাহিনী
দায়িত্বের মাঝেই ঈদ আনন্দ খোঁজেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদের কেউ কেউ ঈদের ছুটিতে গ্রামে যেতে পারলেও অনেকেই ঈদের দিনও থাকবেন কর্মস্থলে। সাধারণ মানুষের ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে তারা রাত-দিন পরিশ্রম করেন। নাড়ির টানে অনেকে বাসা কিংবা অফিসে তালা ঝুলিয়ে গ্রামের বাড়িতে চলে যাবেন। তাদের সবকিছু নিরাপদে রাখতে নগরজুড়ে দায়িত্ব পালন করনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা আছেন তারা ঈদের আগের ও পরের দিনগুলোতে থাকেন প্রচুর চাপে।
সাংবাদিক
এদিকে সারা দেশের ঈদ উদযাপনসহ বিভিন্ন জরুরি খবর পৌঁছে দিতে ঈদের দিনেও দায়িত্ব পালন করছেন গণমাধ্যমকর্মীরাও। বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের সাংবাদিক এম এ নোমান বলেন, ‘জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছে দিতে আমরা ঈদের মধ্যেও কাজ করে যাচ্ছি। অফিস শেষে যতটুকুই সময় পাবো পরবর্তী সময়ে বাসায় গিয়ে পরিবারকে সময় দেবো।’
ডাক্তার-নার্স
হাসপাতালগুলোতে ঈদের দিনও নির্বিঘ্নে সেবা দেন চিকিৎসক ও নার্সরা। মানবতার সেবায় নিয়োজিত চিকিৎসকদের ঈদে খুব একটা ছুটি মেলে না। তাই ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের ঈদের ছুটি তেমন একটা মেলে না।
ঢামেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের পেশার প্রধান লক্ষ্য সেবা দেওয়া। আমরা রোগীদের সেবা দেওয়ার মাঝেই ঈদের আনন্দ খুঁজি।
অ্যাম্বুলেন্স চালক
খুব কম সময়ই পরিবারের সঙ্গে অ্যাম্বুলেন্স চালকদের ঈদ আনন্দ ভাগাভাগির সুযোগ হয়। কারণ ঈদের দিনও অনেক মুমূর্ষু রোগীদের নিয়ে তাদের হাসপাতালে যেতে হয়।
পরিছন্নকর্মী
যাদের কারণে শহরের বাসাবাড়ি পরিষ্কার থাকে তাদেরও ঈদে খুব একটা ছুটি মেলে না। ময়লার গাড়ির একজন চালক মফিজুল ইসলাম জানান, কোরবানির ঈদে এমনিতেই চাপ বেশি। কারণ কোরবানির বর্জ্য থাকে। সেগুলো দ্রুত পরিষ্কার করতে হয়। তাই ঈদের দিনও ডিউটি করতে হয়।
ফায়ার সার্ভিস
গতি-সেবা-ত্যাগ এ স্লোগানে ২৪ ঘণ্টাই নিজের প্রস্তুত রাখেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঈদে তাদেরও ছুটি খুব একটা মেলে না।
পরিবহণ
বিভিন্ন কাজে যাওয়া-আসার জন্য রাজধানীতে ঈদের দিন সকাল থেকে বিভিন্ন যানবাহন দেখা যায়। রিকশা, সিএনজি, লেগুনা, সিটি বাস, দূরপাল্লার স্বল্প কিছু বাস চলাচল করছে।
এ বিষয়ে রাজধানীর ওয়েলকাম পরিবহণের সুপারভাইজার মো. খায়রুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘কোরবানি দিতে পারি নাই, ঈদে বাড়ি যাইতে পারি নাই। বাড়তি কিছু টাকার আশায় ঈদের দিনে গাড়ি চালাই।