বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের জয়রথ ছুটছেই
ওয়ানডে বিশ্বকাপের আর বাকি ৯৮ দিন। কিন্তু, জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে এখনই যেন উত্তাপ ছড়াচ্ছে বিশ্বকাপের আগুন। জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সের ম্যাচে আজ বৃহস্পতিবার (২৯ জুন) ওমানের মুখোমুখি হয় স্বাগতিকরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওমানকে ১৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩১৮ রানে থামে ওমান।
জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে দুই ব্যাটার জয়লর্ড গাম্বি (২১) ও ক্রেইগ আরভিন (২৫) ৪৬ রানের জুটি এনে দেন। এরপর মাঠে নামেন শন উইলিয়ামস। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন উইলিয়ামস। ওয়েসলি মাধিভিরেকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ১০২ রানের জুটি।
আউট হওয়ার আগে বিশ্বকাপ বাছাইপর্বে আরও একটি শতক তুলে নেন উইলিয়ামস। ১০৩ বলে ১৪২ রানের অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ১৪ চার ও তিন ছক্কার মারে। উইলিয়ামসের ব্যাটে ভর দিয়ে জিম্বাবুয়ে পায় ৩৩২ রানের সংগ্রহ।
ওমানের পক্ষে চার উইকেট নেন ফাইয়াজ বাট। যদিও বিনিময়ে ১০ ওভারে ৭৯ রান দেন তিনি।
বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২৯ রানে ওপেনার জাতিন্দর সিংকে হারালেও আরেক ওপেনার কাশ্যপ প্রজাপতি সেঞ্চুরি করেন। ৯৭ বলে ১০৩ রান করেন প্রজাপতি। এছাড়া আকিব ইলিয়াসের ৪৫, আয়ান খানের ৪৭ রান ও জিসান মাকসুদের ৩৭ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংসগুলোতে ভর দিয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় ওমান।
একটা সময় ওমানের দিকে ম্যাচ খানিকটা হেলে গেলেও শেষ পর্যন্ত জয় থেকে ১৪ রান দূরে থেমে যেতে হয় তাদের।
জিম্বাবুয়ের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।
এই জয়ে তিন ম্যাচের তিনটিতে জিতে পুরো ছয় পয়েন্ট নিয়ে সুপার সিক্সে সবার ওপরে আছে জিম্বাবুয়ে।