ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭২ রোগী হাসপাতালে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে, এ সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, ওই সময়ে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৪১ জন। আর ঢাকার বাইরের ভর্তি হয়েছে আরও ৩১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ২৮৯ জন রোগী চিকিৎসাধীন আছে। এর মধ্যে ৯৪১ জন ঢাকায় এবং ৩৪৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট সাত হাজার ৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৭৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছে এক হাজার ৮৯৯ জন। একই সময়ে চিকিৎসা শেষে ছয় হাজার ৬৪২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। এদের মধ্যে পাঁচ হাজার ১০১ জন ঢাকার ও বাকি এক হাজার ৫৪১ জন অন্যান্য জেলার বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৭ জন।