বিশ্বকাপ চূড়ান্ত পর্বের আরও কাছে শ্রীলঙ্কা
এটা সত্য যে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। তবু, ক্রিকেট ঐতিহ্য আর অভিজ্ঞতার একটা মূল্য আছে। জিম্বাবুয়েতে চলমান ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে শ্রীলঙ্কা সেটির প্রমাণ দিল আরেকবার।
বুলাওয়েতে আজ শুক্রবার (৩০ জুন) সুপার সিক্সের ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। স্বল্প পুঁজি নিয়েও নেদারল্যান্ডসকে ২১ রানে হারিয়েছে লঙ্কানরা।
আগে ব্যাট করতে নেমে ডাচদের অসাধারণ বোলিংয়ে ৪৭.৪ ওভারে ২১৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৪০ ওভারে ১৯২ রানে সবকটি উইকেট হারিয়ে হার মানে নেদারল্যান্ডস।
আগে ব্যাট করতে নামা লঙ্কানরা ম্যাচের প্রথম বলেই হারায় ওপেনার পাথুম নিশাঙ্কার উইকেট। আরেক ওপেনার দিমুথ করুনারত্নে অবশ্য ৩৩ রানের ইনিংস খেলে বিপদ সামাল দেন। কিন্তু, লোগান ভ্যান বিক ও বাস ডি লিডের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটাররা।
তবে স্রোতের বিপরীতে রান করে যান ধনঞ্জয় ডি সিলভা। ১১১ বলে ৯৩ রানের ইনিংস খেলেন লঙ্কান এই ব্যাটার। এতেই ২১৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানদের মতো নেদারল্যান্ডসও শুরুতেই উইকেট হারায়। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ওপেনার বিক্রমজিৎ সিং আউট হন। আরেক ওপেনার ম্যাক্স ও দাউদও শূন্য রানেই সাজঘরের পথ ধরেন।
শুরুতে খেই হারিয়ে ফেলা ডাচরা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বোলিংয়ের পর ব্যাট হাতেও ডি লিড ৪২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। বাকি চেষ্টা চালান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
৬৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। তবে, অন্যরা কেউই সাহায্য না করতে পারায় শেষ পর্যন্ত ১০ ওভার হাতে রেখেই জয় থেকে মাত্র ২১ রান দূরে ১৯২ রানে অলআউট হতে হয় ডাচদের।
লঙ্কানদের পক্ষে মাহিশ থিকসানা তিনটি ও ওয়ানিন্দিু হাসারাঙা পান দুই উইকেট।
এই জয়ে সুপার সিক্সে তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। বাকি থাকা দুই ম্যাচের একটিতে জিতলেই বিশ্বকাপের মূলপর্বে উঠে যাবে তারা।