গলাপানিতে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান
জলাবদ্ধ নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধ এলাকার ৪০ লাখ মানুষের দুর্ভোগকে দেশবাসীর সামনে তুলে ধরতে এবার গলা পর্যন্ত পানিতে নেমে প্রতিবাদ জানানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
আজ রোববার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাওয়ার হাউজে ডিএনডি বাঁধ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রতিবাদের এই ঘোষণা দেন শামীম ওসমান।
এ কে এম শামীম ওসমান বলেন, ‘ডিএনডি বাঁধের জলাবদ্ধতা নিরসনে আমি প্রয়োজনে গলা পর্যন্ত পঁচা পানিতে নেমে একাই প্রতিবাদ জানাবো।’
দীর্ঘদিন থেকেই জলাবদ্ধতায় নাকাল নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধ এলাকার ৪০ লাখ মানুষ। এর ওপর চলতি বর্ষায় ভারী বৃষ্টিপাতে দেশের অন্যতম আন্তর্জাতিক মানের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামসহ বাড়িঘর, কলকারখানা ডুবে রয়েছে পানির নিচে। অনেকেই জলাবদ্ধতার কারণেই বাসা-বাড়ি ছেড়ে পাড়ি জমাচ্ছেন অন্য জায়গায়। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গন্ধময় নোংরা পানিতে এলাকাবাসীরা চলাচল করায় দেখা দিয়েছে নানা ধরনের রোগ-বালাই।
২০১৭ সালে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে দুই দফায় ১ হাজার ২৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এই ডিএনডি বাঁধ প্রকল্পে। ২০১৮ সাল থেকে দীর্ঘ ৯৪ কিলোমিটার বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও কোভিড অতিমারী, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হয় প্রকল্পের কাজ।
তবে আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খন্দকার মইনুর রহমান জানান, যে ১ হাজার ২৯৯ কোটি টাকা বরাদ্দ আছে তা থেকে অনেক টাকা বাঁচবে।