হ্যাটট্রিক অস্কার!
প্রথমবার ‘গ্র্যাভিটি’ ছবির জন্য ২০১৪ সালে, পরের বছর ‘দ্য বার্ডম্যান’-এর জন্য। আর এ বছর ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য অস্কারে সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার জিতে নিলেন মেক্সিকান সিনেমাটোগ্রাফার ইমানুয়েল লুবেজকি।
অর্থাৎ পরপর তিনবার অস্কার জিতে অস্কারে হ্যাটট্রিক করলেন লুবেজকি। এর আগে অনেকে তিনবার অস্কার জিতেছেন।
তবে পরপর তিনবার, অর্থাৎ হ্যাটট্রিকের দুর্লভ সম্মান শুধু লুবেজকিরই রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভিত্তোরিও স্টোরারো, আর্থার মিলার ও উইনটন হচ তিনবার অস্কার জিতেছিলেন।
চারবার অস্কার পাওয়ার তালিকায় রয়েছেন জোসেফ রটেনবার্গ ও লিওন শামোরি। এর মধ্যে শামোরি ১৯৪৫ ও ১৯৪৬ সালে পরপর দুবার অস্কার জিতেছিলেন।
পরপর দুবার অস্কার জেতার তালিকায় আরো রয়েছেন ডব্লিউ হাওয়ার্ড গ্রিন (১৯৩৭, ১৯৩৮), জন টল (১৯৯৫, ১৯৯৬)।
সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে হ্যাটট্রিক অস্কার পাওয়া লুবেজকি মোট আটবার অস্কার মনোনয়ন পেয়েছেন। ১৯৯৬ সালে ‘আ লিটল প্রিন্সেস’ ছবির জন্য প্রথমবার, এরপর ‘স্লিপিং হলো’ (১৯৯৯), ‘দ্য নিউ ওয়ার্ল্ড’ (২০০৬), ‘চিলড্রেন অব মেন’ (২০০৭), ‘ট্রি অব লাইফ’ (২০১২), ‘গ্র্যাভিটি’ (২০১৪), ‘বার্ডম্যান’ (২০১৫), ‘দ্য রেভেন্যান্ট’ (২০১৬) ছবির জন্য অস্কার মনোনয়ন পান।
এ বছর ‘দ্য রেভেন্যান্ট’ ছবিটি ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে।