বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর হাসপাতালের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর ডা. শারফুদ্দিন আহমেদ।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটি ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও মেশিনারিজের অভাবে আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম শুরু করা যায়নি। করোনার কারণে সাপ্লায়াররা মেশিনারিজ দিতে পারেনি।’
জাহিদ মালেক বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য, দেশে বিশ্বমানের হাসপাতাল হোক। মানুষকে যাতে বিদেশে যেতে না হয়। এখন অনেক অত্যাধুনিক অপারেশন দেশে হচ্ছে। কিডনি, লিভার, নিউরোলজিসহ নানা জটিল অপারেশন দেশেই সম্ভব। সুপার স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগ, কিডনি রোগ, লিভার, গল ব্লাডার ও প্যানক্রিয়েটিক, অরগান ট্রান্সপ্লান্ট, ক্যান্সার, নিউরোসার্জারিসহ বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে চিকিৎসাক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
সুপার স্পেশালাইজড হাসপাতালে নিয়োগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭৫০ শয্যার এই হাসপাতাল ৩৬৯ জন নিয়োগ পেয়েছে। আরও এক হাজার ৮০০ থেকে দুই হাজার লোক লাগবে। বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় মিলে এই নিয়োগ দিবে।’
সংবাদ সম্মেলনে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘এটি দেশের একমাত্র সেন্টার বেইজড হাসপাতাল। এক ছাতার তলায় সব ধরনের চিকিৎসা সেবা মিলবে। একইসঙ্গে এ হাসপাতালটিই হবে দেশের একমাত্র পেপারলেস হাসপাতাল। জনসাধারণ এখানে সাশ্রয়ীমূল্যে আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা পাবেন। আউটডোরে কোনো ডাক্তার ২০ জনের বেশি দেখতে পারবেন না। একজন রোগীকে কমপক্ষে ১০ মিনিট সময় ধরে দেখতে হবে।’