আপনার জিজ্ঞাসা
কোনো ব্যক্তির একাদিক জানাজায় অংশ নেওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪১তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, কোনো ব্যক্তির একাদিক জানাজায় অংশ নেওয়া যাবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
কোনো ব্যক্তির একাদিক জানাজায় অংশ নেওয়া যাবে?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। একজন মৃত ব্যক্তির একাদিক জানাজায় অংশ নিতে চাইলে পারবেন। এতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে প্রতিটি জানাজার জন্য হাজা থাকতে হবে। কারণ জানাজা ইচ্ছাকৃত ভাবে একাদিক করার বৈধতা নেই। একাদিক জানাজা কেন হবে? এখন জানাজাও দেখানোর জন্য একাদিকবার হয়। অবশ্যই একাদিক জানাজার জন্য নির্দিষ্ট কারণ থাকতে হবে। যেমন—একজন ব্যক্তি ঢাকাতেও থাকতেন আবার গ্রামেও থাকতেন। দুই জায়গায় যদি তার চেনা-জানা মানুষ থাকে তখন দুই খানেই জানাজা করা যাবে। এখন চাইলে একজন ব্যক্তি দুই জানাজাতেই অংশ নিতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই।