আপনি সত্যিকারের ক্রীড়াবিদ, তামিমকে নিয়ে সতীর্থরা
তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ— ‘বিদায়।‘ কিন্তু, শব্দটির পুরোটাই বিষাদে মোড়ানো। সুযোগ ছিল আরও অন্তত দুই বছর লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করার। সেই সুযোগকে কাজে লাগানোর প্রয়োজন অনুভব করেননি তামিম ইকবাল। অনেকটা হুট করেই বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ভক্তদের পাশাপাশি তামিমের এমন আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন সতীর্থদের জন্যও।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কান্না বিজড়িত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তামিমের বিদায়ের ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তামিমকে নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট করেন জাতীয় দলে তার সতীর্থরা। পাঠেকর জন্য তুলে ধরা হলো তাদের কয়েকজনের পোস্ট...
তামিমকে নিয়ে তাসকিন আহমেদ : মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে আমার পথচলাটা দীর্ঘদিনের। অনেক মুহূর্ত ও স্মৃতি রয়েছে একসঙ্গে। একজন ভাই ও অধিনায়ক হিসেবে আমাদের যে সমর্থন আপনি দিয়েছেন, সে জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।
ইমরুল কায়েস : বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি সত্যিই খুব দুঃখের। তোমার একনিষ্ঠতার জন্য তোমাকে সম্মান জানাই বন্ধু। আমার সৌভাগ্য, তোমার সঙ্গে দীর্ঘদিন খেলতে পেরেছি। আমি তোমার ব্যাটিং উপভোগ করতাম এবং তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা।
রুবেল হোসেন : কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। এভাবে বিদায় জানাবেন কখনও ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। কী বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। আপনার জন্য সবসময় শুভকামনা ভাই।
সৌম্য সরকার : বিদায় বলাটা জীবনেরই অংশ। এটি নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। ভালো মুহূর্তগুলোকে সঙ্গী করে সুন্দর আগামীর পথে এগিয়ে তাকাতে হবে। আপনি আমাদের জন্য অসংখ্য স্মৃতি রেখে গেছেন। আপনাকে আমরা সবাই মিস করব। নতুন যাত্রা শুভ হোক। সবকিছুর জন্য ধন্যবাদ ভাই।
মেহেদি হাসান মিরাজ : ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান নিয়ে আপনি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। তামিম ভাই, খেলা ও জীবন সম্পর্কে আপনার কাছ থেকে অনেক মূল্যবান কিছু শিখেছি। আপনার সমর্থন, সাহসের জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি সত্যিকারের ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত ও খেলাটি স্বয়ং আপনাকে মিস করবে ভাই।
লিটন দাস : আমরা একসঙ্গে ব্যাটিং করেছি, ড্রেসিংরুম ভাগাভাগি করেছি, একসঙ্গে অনেক স্মৃতি আছে। বিশ্বাস হচ্ছে না আপনি বাংলাদেশের হয়ে আর খেলবেন না। আমরা আপনাকে ভীষণ মিস করব ভাই। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা।
মুস্তাফিজুর রহমান : খবরটা শুনে শকড হয়ে গেছি। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি সবসময় আপনার নির্দেশনা এবং আমার কাঁধে আপনার সমর্থনের হাতটাকে মিস করব, তামিম ভাই।