ফরচুন বরিশালে নাম লেখালেন তামিম
গত তিনদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে চর্চিত নাম ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হুট করেই অবসর ঘোষণায় দেশজুড়ে আলোচনায় ছিলেন এই দেশসেরা ব্যাটার। অবসর ভাঙার একদিন পরই নতুন সুখবর দিলেন তামিম। ২০২৪ বিপিএলে বরিশালের জার্সিতে খেলবেন তামিম।
আজ শনিবার (৮ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিমের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে বিপিএলের দল ফরচুন বরিশাল। এ সময় তামিমের সঙ্গে দেখা যায় ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে।
২০২৪ বিপিএল মাঠে গড়াতে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে আইকন ক্রিকেটারদের আগেভাগেই দলে ভেড়াচ্ছে প্রতিটি দল। অবশ্য, তামিমকে নিলেও সাকিবকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইটি। গত কয়েক মৌসুমে বরিশালের জার্সিতে খেললেও দলকে শিরোপা জেতাতে পারেননি সাকিব। টানা দুইবার কুমিল্লার কাছে শিরোপা খুঁইয়েছে দলটি।
গত আসরে খুলনার হয়ে বিপিএল খেলেছেন তামিম। যদিও তিনিও পারেননি নামের প্রতি সুবিচার করতে। তাই আসন্ন আসরে তামিমের নেতৃত্বে বরিশাল পারবে কি অধরা সেই বিপিএল শিরোপা উঁচিয়ে ধরতে, তা তো সময়ই বলে দেবে।
পরবর্তী বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে। তবে সে সময় জাতীয় নির্বাচন থাকায়, জানুয়ারির ১০ তারিখ বা কাছাকাছি সুবিধাজনক কোনো সময়য়ে বিপিএল আয়োজন করার ইচ্ছা পোষণ করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল।