বিদেশি নাগরিকসহ তিন কর্মকর্তা ফের রিমান্ডে
এটিএম বুথে জালিয়াতি করে টাকা আত্মসাতের ঘটনায় এক বিদেশি নাগরিকসহ ব্যাংকের তিন কর্মকর্তাকে ফের পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এঁরা হলেন পোলিশ নাগরিক পিওতর স্কেজেফান মাজুরেক, সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মোকসেদ আল ওরফে মাকসুদ, রেজাউল করিম ওরফে শাহিন ও রেফাজ আহমেদ ওরফে রনি।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা (ডিবি) পুলিশ বিদেশি নাগরিকসহ তিনজনকে হাজির করে আটদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি তাঁদের ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গুলশান এলাকায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পাসপোর্ট ও জার্মান সরকারের দেওয়া পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিওতর জানান, তিনি ইউক্রেনে জন্মগ্রহণ করলেও মূলত জার্মানির নাগরিক। কিন্তু অন্যের পাসপোর্ট চুরি করে টমাস থেকে পিওতর বনে যান। এই নাম নিয়ে মিথ্যা পরিচয় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
পুলিশ আরো জানান, এই জালিয়াতির সঙ্গে আন্তর্জাতিকচক্র জড়িত। পূর্ব ইউরোপ মূলত রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও পোল্যান্ডভিত্তিক এ আন্তর্জাতিক অপরাধচক্র ইউরোপসহ আফ্রিকা এশিয়ার বিভিন্ন দেশে তৎপর রয়েছে। এক লন্ডন প্রবাসী বাংলাদেশি, বুলগেরিয়ার একজন ও ইউক্রেনের এক নাগরিককে নিয়ে এর পুরো পরিকল্পনা করেন মাজুরেক।
ডিএমপি জানিয়েছে, গত ৭ ও ৮ ফেব্রুয়ারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এই জালিয়াত চক্র।
বিদেশি নাগরিকের হাতে সাইবার সংক্রান্ত এমন অপরাধ দেশে এটাই প্রথম। আধুনিক তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে কার্ড স্কিমিং পদ্ধতিতে তথ্য চুরি করে অবিকল কার্ড বানিয়ে জালিয়াতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে এ অপরাধী চক্র।