আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবি, কেবিনে ঘুমন্ত তিন শ্রমিক নিহত
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের নদী শাসন কাজে নিয়োজিত ড্রেজার ডুবে নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (১০ জুলাই) দুপুরে ড্রেজারটি ডুবে যায়। সে সময় ওই তিন শ্রমিক তার কেবিনের মধ্যে ঘুমাচ্ছিলেন। ডুবে যাওয়া ড্রেজারের মধ্য থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়। শিবচরের কলাতলা নৌ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ড্রেজার ডুবিতে নিহতরা হলেন—ভোলার চরফ্যাশনউপজেলার আহমাদপুর গ্রামের সিরাজুল ইসলাম মিনার ছেলে আলাউদ্দিন (৫০), রংপুর জেলার কাউনিয়া উপজেলার শিবুদইতারি গ্রামের ফজলুল হক মিয়ার ছেলে একরামুল (২২) ও নড়াইল জেলার লোহাগাড়াজেলার লাউনিয়া গ্রামের আফজাল মিয়ার ছেলে ইশা (২৮)।
মরদেহ উদ্ধারকারী স্থানীয় ডুবুরি মো. জাহাঙ্গীর শিকদার বলেছেন, তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। এরপর বঙ্গ কোম্পানির ডুবে যাওয়া সিনথিয়া ড্রেজারের কেবিনের মধ্য থেকে তিনটি মরদেহ উদ্ধার করেন। মৃত মরদেহগুলো ড্রেজারের কেবিনের মধ্যে ছিল। মরদেহ উদ্ধারে তার সময় লেগেছে প্রায় এক ঘণ্টা।
এসআই শহিদুল ইসলাম জানান, ডুবে যাওয়ার আগে ড্রেজারটি নদের তীরে বাঁধা ছিল। ঘটনার খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ মরদহের ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।