আপনার জিজ্ঞাসা
সুরা দোখানের ফজিলত কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে মানিক জানতে চেয়েছেন, সুরা দোখানের ফজিলত কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সুরা দোখানের ফজিলত কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুরা দোখানের অনেকেই অনেক রকম ফজিলত উল্লেখ করে থাকেন। তবে স্পষ্ট কথা হলো, সুরা দোখান নিয়ে রাসুল (সা.) এর কোনো হাদিস আসেনি। কিন্তু সুরা দোখান কেউ যদি এমনেই পড়তে চান পড়তে পারেন। এই সুরা নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন। যেহেতু কোনোটাই সহীহ নয় তাই এত ভাবনা না করাই ভালো। পড়লে সওয়াব আছে। অনেকেই বলেন, এই সুরা পড়লে রিজিক বাড়ে আবার কেউ কেউ বলেছেন কবর আজাব কমে যাবে। তবে এসব কথা কোনো সহীহ হাদিস দ্বারা প্রমাণ হয়নি। তবে পড়লে সওয়াব আছে অবশ্যই।