আপনার জিজ্ঞাসা
সৎ হলে বাবা ডাকা কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৯০তম পর্বে ই-মেইলের মাধ্যমে লাখি আক্তার জানতে চেয়েছেন, সৎ হলে বাবা ডাকা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
সৎ হলে বাবা ডাকা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মায়ের দ্বিতীয় স্বামীকে বাবা বলে ডাকা যাবে। তাতে সমস্যা নেই। বাবা বলে ডাকতে পারেন। এটি জায়েজ আছে। কিন্তু তিনি বাবা নন। আপনি আপনার পরিচয়ের ক্ষেত্রে তাকে বাবা হিসেবে উল্লেখ করতে পারবেন না। এখানে ডাকা একটি বিষয় আরেকটি হলো পরিচয়ের বিষয়। যখন আপনার পরিচয় আসবে তখন আপনি আপনার পিতার পরিচয় দেবেন। পরিচয়ের ক্ষেত্রে নিজের বাবার কথা বলতে হয়। আপনি যদি নিজের পিতার পরিচয় না দেন তাহলে সেটা কুফুরি। যে কোনো সন্তানকেই নিজের পিতার পরিচয় বলতে হবে। না করলে ভয়ংকর অপরাধ। কিন্তু চাইলে কাউকে সম্মান করে পিতা ডাকা, আব্বা ডাকা, বাবা ডাকে যাবে। তাতে কোনো সমস্যা নেই। ডাকার মধ্যে কোনো রকমের বিচ্যুতি নেই।