৭ দিনে ‘প্রিয়তমা’র ঘরে ৮৪ হাজার ডলার
কানাডা ও আমেরিকায় দারুণ চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। প্রথম সপ্তাহ শেষে সিনেমাটি আয় করেছে ৮৪ হাজার ডলার।
সিনেমাটির কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “এতগুলো প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়েও ‘প্রিয়তমা’ যখন প্রথম ৩ দিনে ৪৪ হাজার ডলার গ্রস করল, খুবই অবাক হয়েছিলাম। তবে এরপরের ৪ দিনে যা হলো, সেটা অবিশ্বাস্য। শুধু অবিশ্বাস্য বললে ভুল হবে, খুবই অবিশ্বাস্য!”
এ পরিবেশক আরও জানান, প্রথম সপ্তাহ শেষে ‘প্রিয়তমা’র আয় দাঁড়িয়েছে ৮৪ হাজার ডলার। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহের আয়ের বিবেচনায় এটি এখন বাংলাদেশের সিনেমা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।
যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। গেল ৭ জুলাই মুক্তি পায় এই সিনেমাটি।
ঈদুল আজহায় (২৯ জুন) দেশের ১০৫টি হলে মুক্তি পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহে আরও ৪টি হল বেড়েছিল। তৃতীয় সপ্তাহে এসে দেশের ৮৪ সিনেমা হলে ছবিটি দাপট দেখাচ্ছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।