খুলনায় তারুণ্যের সমাবেশে আসতে শুরু করেছে বিএনপির নেতা-কর্মীরা
খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে আজ সোমবার (১৭ জুলাই) ভোর থেকে বিএনপির নেতা-কর্মীরা আসতে শুরু করেছে। ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগান নিয়ে সমাবেশের আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। এতে বিভাগের ১০ জেলার নেতা-কর্মীর অংশগ্রহণে ব্যাপক শোডাউনের আশা করছে বিএনপির সহযোগী এ তিন সংগঠনের নেতৃবৃন্দ।
যানবাহন বন্ধ হতে পারে এমন আশঙ্কা থেকে রোববার রাত থেকেই বিভিন্ন জেলার নেতা-কর্মীরা খুলনায় আসতে শুরু করেন। রাতে তারা খণ্ড খণ্ড মিছিলও করেছে। সমাবেশে মূল কার্যক্রম বিকেল তিনটায় শুরুর কথা থাকলেও স্থানীয়ভাবে বলা হয়েছে, দুপুর ১২টা থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দও বক্তব্য দেবেন।
সমাবেশ সফল করতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী রোববার থেকেই খুলনা অবস্থান করছেন।