ব্রিকসে যোগদান সংক্রান্ত চুক্তির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
নতুন অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদান সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রপরিষদ বিভাগের সচিব মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ‘এগ্রিমেন্ট অন দি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ শীর্ষক এ প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকাকে নিয়ে ২০১৫ সালে ব্রিকসের নিজস্ব ব্যাংক যাত্রা শুরু করে৷ পরবর্তীতে এর নাম পাল্টে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক করা হয়েছে৷ ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য পাঁচ দেশের পাশাপাশি ২০২১ সালে নতুন সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর৷
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুবুর রহমান জানান, ব্রিকস শীর্ষ সম্মেলনে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ নামে নতুন ব্যাংক করার ঘোষণা দেওয়া হয়। এ ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাণিজ্য এবং উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা। আটটি দেশের সঙ্গে বাংলাদেশ এ ব্যাংকে অংশগ্রহণ করে। অংশগ্রহণের সেই চুক্তি রেটিফাই করার প্রয়োজন ছিল, আজ মন্ত্রিসভা ওই চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।
এ চুক্তি অনুমোদ হওয়ায় বাংলাদেশের উপকৃত হওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এরই মধ্যে কয়েকটি প্রজেক্ট আছে, ৬০০ কোটি টাকার বেশি প্রজেক্ট পাইলাইনে আছে। অনুসমর্থন হয়ে গেলে ওই প্রকল্পগুলো পাওয়া সহজ হয়ে যাবে।’
সচিব আরও জানান, বিশ্বব্যাংক, এডিবির মতো দাতা সংস্থা যারা আছে তারা ফসিল ফুয়েলের ওপর প্রকল্পে অর্থায়ন করতে চায় না। এ ব্যাংকে সে বিষয়ে বিধিনিষেধ নেই। তারা এখানে অর্থায়ন করছে। অর্থায়নের জন্য আমাদের প্রকল্প বাছাই করছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ব্রিকসের আওতায় এ ব্যাংক তৈরি করা হয়েছে। অন্য আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোর প্যারালাল আরেকটি ব্যাংক করা বিকল্প মুদ্রার মাধ্যমে যেন কাজ করতে পারে সেটি নিয়েও তারা কাজ করছে। আমরা এ ব্যাংকের সদস্যপদ ও শেয়ার নিয়েছি।’