আইসিসির জরিমানার মুখে আফগান কোচ ও ক্রিকেটার
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার বিষয়টি এখনও মানতে পারছেন না আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। শুধু রশিদ নয়, গোটা আফগান দলই আত্মবিশ্বাসী ছিল ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে সিরিজ হারাবে। তা তো হয়ইনি, উল্টো সিরিজ হারের পাশাপাশি আইসিসির জরিমানার মুখে পড়তে হয়েছে আফগান কোচ জনাথন ট্রট ও ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাইকে।
আজ সোমবার (১৭ জুলাই) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুটি ভিন্ন ধারায় ট্রট ও ওমরজাই দুজনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
গতকাল রোববার (১৬ জুলাই) সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানদের ব্যাটিং চলাকালীন বৃষ্টি আসায় খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। এরপর খেলা শুরু করার সময় পেছাচ্ছিলেন আম্পায়াররা এবং ওভার কমানোর সিদ্ধান্ত নেন। কিন্তু, এতে অসন্তোষ প্রকাশ করেন আফগান কোচ ট্রট। আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতি অসম্মান প্রদর্শন করার মাধ্যমে আইসিসির প্রথম স্তরের আচরণবিধি লঙ্ঘন করায় তাকে শাস্তির সম্মুখীন হতে হয়েছে।
অন্যদিকে, আইসিসির আচরণবিধির আর্টিকেল ২.৫ লঙ্ঘন করেছেন ওমরজাই। এতে বলা আছে, কোনো ব্যাটার আউট হলে বোলার ব্যাটারকে উদ্দেশ্য করে এমন কোনো উগ্র আচরণ, ভাষা ব্যবহার কিংবা অসম্মান প্রদর্শন করতে পারবে না। গতকাল ম্যাচের ১৫তম ওভারে তাওহিদ হৃদয়কে আউট করে বেশ উগ্র আচরণ করেন ওমরজাই। ফলে, শাস্তি পেতে হয় তাকে।
ট্রট ও ওমরজাই দুজনই নিজেদের দোষ মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি।