রাজধানীতে বিএনপি পদযাত্রা, মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ
বিএনপির পদযাত্রা উপলক্ষে পথে পথে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। যেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে মিরপুর-১০ পর্যন্ত গিয়ে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকায় পুলিশের জলকামান নিয়ে সেখানে অন্তত ৫০ জন পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এরপর কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটেও অনেক পুলিশ সদস্যকে দেখা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির পদযাত্রা কাজীপাড়া অতিক্রম করে শেওড়াপাড়া, তালতলা হয়ে আগারগাঁওয়ের দিকে অগ্রসর হচ্ছে।
এসব ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ডিএমপির এক কর্মকর্তা নাম প্রকাশ না করা করার শর্তে মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ডিএমপির সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।