লতিফকে দেখলেই পেটাবেন : মহিউদ্দিন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফকে দেখামাত্র মাথায় আঘাত করতে হবে।
আজ মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে এক সমাবেশে দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান মহিউদ্দিন।
এম এ লতিফের বিচারের দাবিতে চট্টগ্রাম নাগরিক মঞ্চ এ সমাবেশের আয়োজন করে। এতে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘লতিফ যেন চট্টগ্রামে আসতে না পারে। তাঁর সাথে কিছু সহযোগী আছে। গাড়িতে তাঁকে নিয়ে আসে। কেন নিয়ে আসবে? কোন শক্তির বলে? তাঁদের আমি চিনি?’
‘আপনারা প্রতি এলাকাতে লাঠি নিয়ে সংঘটিত হবেন। লতিফকে দেখলেই আবার বলি, মাথায় আঘাত করবেন।’
মহিউদ্দিন চৌধুরী আরো বলেন, ‘লতিফ নয়, তাঁর সহযোগী যারা আছে, তাদের তালিকা তৈরি করবেন। আমাকে দেবেন। আমার জীবনকে বাজি রেখে হলেও অন্যায়কারী যে-ই হউক তাদের বিচার অবশ্যই করা হবে।’
সাবেক সিটি মেয়র বলেন, এম এ লতিফ তাঁর শরীরের সঙ্গে বঙ্গবন্ধুর মাথা বসিয়ে বঙ্গবন্ধুকে অপমান করেছেন। এ ঘটনার বিচারের দাবিতে আগামী এক মাস নগরীর বিভিন্ন থানায় বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম সুজন ছাড়াও নগর আওয়ামী লীগ নেতা বদিউল আলম, মশিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।