পদযাত্রায় সংঘর্ষ : বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে
বিএনপির পদযাত্রার সময় বাঙলা কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে মারামারির ঘটনায় দারুস সালাম থানার দুই মামলায় বিএনপির ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— মো. দুলাল, মোহাম্মদ আরজু, মনির ওরফে কসাই মনির, হেলাল মাঝি, জাকির হোসেন, নুরুল ইসলাম খোকন, দুলাল, নজরুল ইসলাম, মাইনুল হোসেন ওরফে শুভ, সুমন, শহিদুল ইসলাম, লোকমান, লিমন ভূইয়া, রাসেল, আবু সালেহ ওরফে এটিএম ওলিউল হাসনাত, মোহাম্মদ আলী, মনির হোসেন, বিপ্লব দেওয়ান।
নথি থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিএনপির এক দফা দাবির পদযাত্রা বাঙলা কলেজের সামনে গেলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় মোটরসাইকেল পোড়ানোসহ উভয়পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।