জোটগতভাবে নির্বাচনে যাবে ১৪ দল
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা। বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে দেওয়া বিবৃতিতে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। এদিন সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর বিপ্লব বড়ুয়া বলেন, ‘কেন্দ্রীয় ১৪ দল রাজপথে থেকে সব প্রকার অপশক্তিকে মোকাবিলা করবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে জোটগতভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।’
বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ বলেন, ‘আমাদের আজকের বৈঠকে ১৪ দল জোটগতভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
একই কথা জানিয়ে জাসদ নেত্রী শিরিন আক্তার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জোটগতভাবে নির্বাচনে যাচ্ছি। এই বিষয়টা আজকেও মিটিংয়ে উঠেছে, সিদ্ধান্ত হলো আমরা জোটগতভাবে নির্বাচনে যাব।’
১৪ দলীয় জোটের নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, পলিট ব্যুরোর সদস্য লুৎফর রহমান, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু , সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, সহসভাপতি জহির হাসান, গণতন্ত্রী পার্টির সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ন্যাপের সভাপতি আইভী আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউর রশীদ খান, সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী আজাহার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।