পবিপ্রবিতে বঙ্গবন্ধু ও সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের উদ্বোধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাতজন বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার বিকেলে এ আবক্ষ ভাস্কর্যগুলোর উদ্বোধন করেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সিএসই ও বিএএম অনুষদ ভবন, শিক্ষক-কর্মকর্তা ডরমেটরি এবং কেন্দ্রীয় গ্রন্থাগার বর্ধিত ভবনের উদ্বোধনও করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।