বিটিএস সদস্য ভি’র নেকলেস ৩০ লাখ টাকায় বিক্রি!
কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য কিম তাইহিয়ুং। তিনি ভি নামেও পরিচিত। ভি বিলাসবহুল জুয়েলার্স এবং ওয়াচমেকার ব্র্যান্ড কার্টিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ১৯১৪ সালে এই কোম্পানির আবির্ভাব হয়। এর প্রতিষ্ঠাতা লুই-ফ্রাঁসোয়া। কার্টিয়ার সম্প্রতি একটি আকর্ষণীয় নেকলেস ডিজাইন করেছে। যার আকৃতি হিসেবে স্বীকৃতি পেয়েছে বন্য প্রাণী প্যান্থার। কে-পপ সেনসেশন বিটিএস ভিকে এই জুয়েলারির মডেল হিসেবে দেখা গিয়েছে।
কিম তাইহিয়ুংকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি প্যান্থের ডি কার্টিয়ার নেকলেস পরা অবস্থা দেখা গিয়েছে। যা কিনা সাদা স্বর্ণ, হীরা, অনিক্স এবং পান্না দিয়ে তৈরি । এর দাম প্রায় ২৬,৭০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকার প্রায় ৩০ লাখ টাকার কাছাকাছি। ১৮ ক্যারাটের এই নেকলেসটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়।
কিম তাইহিয়ুংয়ের রাষ্ট্রদূত হওয়ার খবরটি লাইভ হওয়ার পরে কার্টিয়ারের ওয়েবসাইট ক্র্যাশ করে। ডি'আরনাউড ক্যারেজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চিফ এমকেজি অফিসার বলেন, “প্যান্থার আকৃতির এই নেকলেসটি চৌম্বকত্ব এবং আভাকে প্রতিফলিত করে। যার ফলে আমরা ভি’কে এর মডেল হিসেবে বেছে নেই। তার চেহারা এবং চরিত্রে এক ধরণের শক্তি রয়েছে। তিনি এ্মন একজন ব্যাক্তিত্ব যার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী বা শিল্পপ্রেমী হিসাবে সৃজনশীলতা রয়েছে”।
ভি বর্তমানে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড 'সেলিন'-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস